PM Vishwakarma Yojana : এই কাগজ না থাকলেই বিপদ! ঢুকবে না বিশ্বকর্মা যোজনার টাকা

PM Vishwakarma Yojana : ২০২৩ সালের বিশ্বকর্মা পুজোর দিন দেশের ঐতিহ্যগত কারিগরদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছিল পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। রাজমিস্ত্রি, ছুতোর, ধোপা কামার, কুমোড়, পাথরভাঙা শিল্প সহ মোট ১৮ টি ক্ষেত্রের ঐতিহ্যগত কারিগরদের জন্য বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojana) আবেদন জানানোর দরজা খুলে দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করলেই আপনি পেয়ে যেতে পারেন ১৫ হাজার টাকা।

PM Vishwakarma Yojana

এই প্রকল্পের আওতায় কারিগরদের কে বিভিন্ন আধুনিক ট্রেনিং দেওয়া হবে যাতে তারা সেগুলি তাদের কাজে লাগাতে পারে। এছাড়াও তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং এককালীন ১৫০০০ টাকা দেওয়া হবে যাতে তারা যন্ত্রপাতি কিনতে পারে। প্রকল্পের অধীনে ছুতোর, রাজমিস্ত্রি, স্যাকরা, মুচি সহ মূলত ওবিসি সম্প্রদায়ের ঐতিহ্যগত শিল্পী কারিগরদের জন্য পাঁচ দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই ট্রেনিং এর সঙ্গে তাদেরকে দেয়া হয় স্টাইপেন হিসাবে ১৫০০০ টাকাও। এখানেই শেষ না এই প্রকল্পের আওতায় ব্যবসা বাড়ানোর জন্য তিন লাখ টাকা অব্দি লোন পাবেন সবাই।

আরও পড়ুন : PM Kisan Yojana : সমস্ত অপেক্ষার অবসান, এইদিন ঢুকবে প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৬-তম কিস্তির টাকা

PM Vishwakarma Yojana-র সুবিধা পেতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন?

  • সর্ব প্রথমে আপনাকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে।
  • আপনাকে অবশ্যই কারিগর হতে হবে।
  • আপনার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া আবশ্যিক।
  • আপনাকে অবশ্যই নির্দিষ্ট করে দেওয়া ১৪০ টি কাস্টের অন্তর্ভুক্ত হতে হবে।

আরও পড়ুন : Interim Budget 2024 : বিনা সুদে ৫০ বছরের জন্য লোন দেবে সরকার! কারা পাবেন? জেনে নিন

আপাতভাবে চার বছরের জন্য কেন্দ্রীয় সরকারী তরফে এই প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে ৫ শতাংশ সুদের হারে প্রথম ধাপে ১ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। এই ঋণ ঠিকঠাক মতো শোধ করে দিতে পারলে আবার পরবর্তীতে দু লাখ টাকা লোন পাওয়া যাবে। এবার জেনে নিন এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি। সবার প্রথমে এই প্রকল্পের জন্য তৈরি করা অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে নিজেকে নথিভুক্ত করুন। এরপর ধাপে ধাপে ফরম ফিলাপ করুন এবং আবেদন করার জন্য যে যে ডকুমেন্টগুলি ছাড়া হচ্ছে সেগুলোকে স্ক্যান করে আপলোড করে দিন।

PM Vishwakarma Yojana-তে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়?

  • মোবাইল নম্বর লিঙ্ক আধার কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • ব্যাঙ্কের পাসবই
  • পাসপোর্ট সাইজ ছবি

গুরুত্বপূর্ন লিঙ্ক (PM Vishwakarma Yojana)

Official LinkClick

Leave a Comment

JoinJoin