JEE Main 2024 Answer Key : জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ২০২৪ (JEE Main 2024)-এর প্রথম সেশনের প্রফেশনাল অ্যানসার কি ইতিমধ্যেই প্রকাশ করে ফেলল ন্যাশনাল টেস্টিং এজেন্সী (National Testing Agency) বা এনটিএ (NTA)। কোথায় এবং কিভাবে দেখবেন JEE Main 2024 Answer Key? সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। জেনে নিন বিস্তারিত ভাবে।
JEE Main 2024 Official Link : Click
কীভাবে দেখবেন JEE Main 2024 Answer Key?
- jeemain.nta.ac.in ওয়েবসাইটে যান।
- আপনার আবেদন নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
- লগইন করুন এবং সেখানেই দেখতে পারবেন।
- প্রোভিশনাল উত্তর কি-এর সঙ্গে নিজের দেওয়া উত্তর মিলিয়ে দেখুন।
এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE Main 2024) দেওয়ার জন্য প্রায় ১০ লাখেরও বেশি পড়ুয়া তাদের নাম নথিভুক্ত করেছে। রিপোর্ট অনুযায়ী, এবার প্রায় ১২.৩ লাখ পরীক্ষার্থী জেইই মেন (JEE Main 2024) পরীক্ষা বসার জন্য নাম নথিভুক্ত করিয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবারের জেইই মেন (JEE Main 2024) পরীক্ষা। এর ফলাফল প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি। জেইই মেইন একটি জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। বছরে দুইবার এই পরীক্ষাটি নেয় এনটিএ। জেইই মেইন পরীক্ষায় দুটি পেপার থাকে।
আরও পড়ুন : Madhyamik 2024 : মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বিপত্তি! বাতিল ১২টি পড়ুয়ার পরীক্ষা, জেনে নিন
সংশ্লিষ্ট প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে পড়ুয়ারা এনআইটি, আইআইটি এবং অন্যান্য সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউশন (সিএফটিআইএস)-এর মতো প্রসিদ্ধ প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী রাজ্য সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্স অর্থাৎ বিই অথবা বিটেকে ভর্তি হতে পারে। জেইই মেইন পরীক্ষায় রেজিস্ট্রশেনের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হবে। যার মধ্যে প্রধান হল পরীক্ষার আবেদন পূরণ,প্রার্থীদের নথি আপলোড ,আবেদন ফি জমা দেওয়া ইত্যাদি।
পাশাপাশি জেইই মেইন পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা, গণিত বিষয় হিসাবে থাকতে হবে। এ বছর জেইই অ্যাডভ্যান্সড ২০২৪ পরীক্ষা হবে ২৬ মে। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা অবধি। দ্বিতীয় পরীক্ষা হবে দুপুর ২.৩০টা থেকে বিকাল ৫.৩০ অবধি। জেইই মেন পাশ করার পর এই পরীক্ষা পাশ করতে পারলেই মেলে দেশের প্রথম সারির প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ।