Madhyamik Result 2024 : মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো ঘোষণা শিক্ষা মন্ত্রীর, সতর্কবার্তা দেওয়া হল শিক্ষক-শিক্ষিকাদের

Madhyamik Result 2024 : মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে উচ্চমাধ্যমিক শুরু হতে না হতেই মাধ্যমিকের ফল প্রকাশের অপেক্ষায় সকলেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিক তথ্য জানিয়েছেন পরীক্ষার বিষয়ে। এই বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হয়েছিল ২রা ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি। তথ্য মারফত জানা গিয়েছে গত বছরের তুলনায় এই বছরের পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ৩৩ শতাংশ, তবে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় কমেছে প্রায় ১০০ টি। সমস্ত কিছুকে নিয়ে মোটের উপর সুষ্ঠুভাবে মিটেছে এবছরের পরীক্ষা। এবছরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার খবর রয়েছে বটে তবে সেটি নির্দিষ্ট কিছু জন মিলে সরকারের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছু না। বেশ কিছু মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, এমনকি পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেগুলিকে যথেষ্ট কড়া হাতে দমনও করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পালা মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024) ফলাফল ঘোষণার।

Madhyamik Result 2024

Madhyamik Result 2024 নিয়ে শিক্ষকদের সতর্কবার্তা শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র (Madhyamik Result 2024) নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বেশ কড়া বার্তাই দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বলা হয়েছে বাসে, ট্রেনে, ট্রামে উত্তরপত্র মূল্যায়ন করা যাবে না। অনেকেই নিজের কাজের জায়গায় বসে স্টেশনে কিংবা বাস স্টপেজে বসে উত্তরপত্রের মূল্যায়ন করে থাকেন। এ বছর এই সমস্ত কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রী স্বয়ং। কারোর সামনেও উত্তরপত্রের মূল্যায়ন করা যাবে না বলেই জানানো হয়েছে। অনেক সময় আবার শিক্ষক-শিক্ষিকারা উত্তরপত্র মূল্যায়নের জন্য সাহায্য নেন বহিরাগত কোন শিক্ষক শিক্ষিকাদের। এবার এগুলোর উপরেও নিষেধাজ্ঞা রয়েছে, এক কথায় সরকার বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এ বিষয়ে।

আরও পড়ুন : Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ

Madhyamik Result 2024 প্রকাশের সম্ভাব্য দিন

পূর্বের যে সমস্ত অভিজ্ঞতার সাথে আমরা পরিচিত সেগুলির যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই একের পর এক কড়া পদক্ষেপ নিতে পিছপা হননি শিক্ষামন্ত্রী। অনেক সময়ই শোনা যেত উত্তরপত্র হারিয়ে যাবার ঘটনা, তাই এবারে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হয়েছে বাড়ির পোষ্য কিংবা পোকামাকড়ের আক্রমণ থেকে উত্তরপত্রকে বাঁচানোর দায়িত্ব তাঁদেরই নিতে হবে। উত্তরপত্রগুলি গরম কিংবা আগুনের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। শিক্ষক শিক্ষিকাদের মনে রাখতে হবে উত্তরপত্রগুলি প্রতিটি ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ তাই সেগুলির প্রতি যত্নবান হতে হবে তাঁদের। প্রতিবছরের ন্যায় এবারও পরীক্ষা শেষ হবার ৯০ দিনের মধ্যেই রেজাল্ট (Madhyamik Result 2024) বের করা হতো, সেই নিয়মে ছেদ ফেলতে চায় না পর্ষদও, তাই ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে উত্তরপত্র বিতরণের কাজ বহুদিন আগেই সেরে ফেলেছে পর্ষদ। এবার অপেক্ষা এখন শুধুই সময়ের।

আরও পড়ুন : Ujjwala Yojana : উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন নির্দেশিকা! পুনরায় জমা করতে হবে বায়োমেট্রিক তথ্য, জেনে নিন

Leave a Comment

JoinJoin