House On Lease Land : বড়ো ঘোষণা রাজ্য সরকারের, নিজের জমি না হলেও করা যাবে বাড়ি! জেনে নিন

House On Lease Land : চিরাচরিত নিয়মের বড়সড়ো রদবদল ঘটালো রাজ্য সরকার। কী সেই নিয়ম সেই সমস্ত কিছু সম্পর্কেই আমরা আজকে জানাবো এই প্রতিবেদনে। তার জন্য প্রথম থেকে শেষ অব্দি প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে না পড়লে আপামর সাধারণ মানুষের জীবনে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। রাজ্য সরকার বিধানসভায় পাস করিয়েছে একটি বিল যার নাম দি ওয়েস্টবেঙ্গল ঠিকা টেন‌্যান্সি (West Bengal Land Reforms and Tenancy Tribunal) সংশোধনী বিল। কী বলা হয়েছে এই বিলে? এই বিলটি মূলত বস্তিবাসীদের উদ্দেশ্যে করা। তাদের সুবিধার জন্যই বেশ কিছু নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। এই বিলে বেশ কিছু ছাড়পত্র দিয়েছে আসুন জেনে নিই সেগুলি কী কী।

House On Lease Land

House On Lease Land-এর বিষয়ে রাজ্য সরকারের ঘোষণার বিস্তারিত তথ্য

ঝুপড়ি কিংবা বস্তিবাসী যাদের নিজস্ব কোন জমি নেই অর্থাৎ ঠিকা জমির উপর তাঁরা নিজেদের বহুতল বাড়ি (House On Lease Land) করার ক্ষেত্রে এবার থেকে বিশেষ ছাড় পাবেন। এতদিন পর্যন্ত এই ছাড়পত্র পাওয়া যেত কেবলমাত্র হাওড়া পৌরসভা এলাকা ও কলকাতার পৌরনিগম এলাকাতে। এবার এই ছাড়পত্র পাওয়া যাবে কে এম ডি এ এলাকাতে (Kolkata Metropolitan Development Authority)। কে এম ডি এ এলাকাতেও এবার থেকে ঠিকা জমির উপর বহুতল করার ক্ষেত্রে নিশ্চিত ছাড় পাওয়া যাবে। সেই ছাড়পত্র দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেউ যদি ঠিকা জমির উপর বহুতল করার আবেদন জানান তাঁরা সাথে সাথেই ছাড়পত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন : Stump Duty : বড়ো ঘোষণা বাজেট ২০২৪-এ, স্ট্যাম্প ডিউটিতে মিলবে দুর্দান্ত ছাড়, জেনে নিন

ঠিকা জমির আবেদনের ১৫ দিনের মধ্যেই আবেদন প্রার্থী পেয়ে যাবেন লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশনও। ঠিকা ভাড়াটে বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন করলেও ১৫ দিনের মধ্যে পাওয়া যাবে অনুমোদন। কোন আইনি জটিলতা থাকলেও তা দু মাসের মধ্যেই মিটিয়ে ফেলা হবে। বিশেষজ্ঞ মহলের মতামত এমন সংশোধনী আইনে অনেক জটিল বিষয়ে খুব সহজেই মিটবে। সব থেকে স্বস্তি পেলেন বসতি ও ঝুপড়িবাসিরা। নিজেদের জমি না থাকার কারণে এতদিন পর্যন্ত তাঁরা ঠিকমতো ঘরবাড়ি করে উঠতে পারতেন না। এবার এই সংশোধনী আইনের ফলে তাঁরা ঠিকা জমিতে নিজের ঘর বাড়ি (House On Lease Land) তৈরি করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে, নিজের মাথার ওপরে একটি আশ্রয় তৈরি করতে পারবেন, যেটি তাঁর সম্পূর্ণ নিজের হবে। রাজ্য সরকারের (State Government) এই নয়া নিয়মে অন্তত তাদের মুখে হাসি ফুটল। রাজ্য সরকার এভাবেই এই সমস্ত দুস্থ ও দরিদ্র মানুষের পাশে সদা সর্বদা থাকুক এটুকুই কাম্য।

আরও পড়ুন : DA Hike In West Bengal : রাজ্য বাজেটে বড়ো চমক! ফের DA বৃদ্ধির ঘোষণা মমতা সরকারের, জেনে নিন

Leave a Comment

JoinJoin