Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ

Madhyamik 2024 Result : পরীক্ষা যেমনি হোক ফল নিয়ে মাথাব্যথা থাকে সমস্ত ছাত্র-ছাত্রীদের। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2024) সমাপ্তি ঘটেছে, সমস্ত ছাত্রছাত্রীরা এখন পরীক্ষার ফল (Madhyamik 2024 Result) ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন। এত বছর ধরে যে নিয়ম চলে আসছিল সেই নিয়মই আগামী দিন চলবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৯০ দিন পর ফল (Madhyamik 2024 Result) ঘোষণা করা হয়। এবারেও তার অন্যথা হবে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কি জানিয়েছেন শিক্ষামন্ত্রী? জেনে নিন প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

Madhyamik 2024 Result

কবে প্রকাশিত হবে Madhyamik 2024 Result?

এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ২রা ফেব্রুয়ারি শেষ হয়ে ১২ই ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোটের উপর সুষ্ঠুভাবেই মিটেছে পরীক্ষা (Madhyamik Examination)। তবে বেশ কয়েকটি জায়গায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা গিয়েছিল, বিক্ষিপ্ত অশান্তির ছবিও সামনে এসেছে। যদিও শিক্ষামন্ত্রীর বক্তব্য সমস্তটাই একটি চক্রান্ত, চক্রান্ত সরকারের বিরুদ্ধে, সরকারকে বদনাম করার উদ্দেশ্য নিয়ে কিছু জনের এই পরিকল্পনা। পরীক্ষা কেন্দ্রে দুর্নীতির অভিযোগে ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়। এরই পাশাপাশি ৩৭ টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। এই সমস্ত কিছুই চোখে পড়েছে সরকারের। তাঁরা যে যথেষ্ট কড়া নজরে রেখেছিলেন এগুলিই তাঁর প্রমাণ।

আরও পড়ুন : JEE Main 2024 : NTA প্রকাশ করলো জেইই মেন ২০২৪-এর উত্তরপত্র, কোথায় এবং কীভাবে দেখবেন? জেনে নিন

মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়ে গিয়েছে, বৈঠকের শেষে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান প্রতিবছরের ন্যায় এবারেও মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2024 Result) প্রকাশিত হবে তিন মাস পরেই। হিসেব যা বলছে তাতে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাতেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। এরই পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে সেটিও স্পষ্ট করে দেন তিনি। আগামী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি থেকে চলবে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন : DA Hike : এইদিন বাড়তে চলেছে 4% ডিএ, খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সে তুলনায় ১০০ টি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমে গিয়েছে, তবে তা নিয়ে বড় রকম কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। অত্যন্ত সুষ্ঠুভাবে এবং কড়া নজরদারিতেই সম্পন্ন হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। আগামী দিন আরও কড়া পদক্ষেপ নেবে পর্ষদ যাতে এ বছরে যতটুকু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা আগামী দিন যেন না ঘটে তার জন্য যথেষ্টই কড়াকড়ি হতে চলেছে বলে মনে করছেন সকলে। এই কড়াকড়ি নজরদারির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার দিকটিও কড়া নজরে রাখলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : Ujjwala Yojana : উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন নির্দেশিকা! পুনরায় জমা করতে হবে বায়োমেট্রিক তথ্য, জেনে নিন

Leave a Comment

JoinJoin