PM Kishan Yojana : কিষান যোজনায় নতুন নিয়ম, পুরুষদের তুলনায় মহিলারা পাবেন দ্বিগুণ টাকা! জেনে নিন

PM Kishan Yojana : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চালু করা বিভিন্ন যোজনার মধ্যে অন্যতম হলো পি এম কৃষান যোজনা (PM Kishan Yojana)। যেটিতে ভারত সরকার কৃষক এবং তার পরিবারের আয় সহায়তা প্রদান করেন। প্রথম এই পিএম কিষান যোজনাটি (PM Kishan Yojana) তেলেঙ্গানা সরকার রায়তুবন্ধু স্কিম হিসেবে প্রচলন করে। পরবর্তীকালে ২০১৯ সালের ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে মন্ত্রী পীযূষ গোয়েল প্রকল্পটিকে দেশব্যাপী প্রকল্প হিসাবে ঘোষণা করেন।

PM Kishan Yojana

পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের ২৪ শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুরে পি এম কৃষাণ যোজনা (PM Kishan Yojana) চালু করেন। ভারত হলো কৃষি প্রধান দেশ। ভারতের জিডিপিতে কৃষি ক্ষেত্রের একটি বড় ভূমিকা রয়েছে অথচ দেশের বেশিরভাগ কৃষকদের আর্থিক সচ্ছলতা নেই। এদেশে কৃষক এবং কৃষি কাজের গুরুত্ব যথেষ্টই রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর আরো একবার চেষ্টা করলেন কেন্দ্রীয় সরকার। প্রায়শই বন্যা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়তে হয় কৃষকদের, তার জন্য বহু ক্ষতিও হয়। আমাদের দেশে চাষীদের আত্মঘাতী হওয়ার ঘটনাটি সমাজের একপ্রকার দুরারোগ্য ব্যাধি। সমাজ থেকে এই ব্যাধি দূর করতেই প্রধানমন্ত্রীর এই যোজনা।

আরও পড়ুন : PM Vishwakarma Yojana : এই কাগজ না থাকলেই বিপদ! ঢুকবে না বিশ্বকর্মা যোজনার টাকা

PM Kishan Yojana নিয়ে ফের বড়ো ঘোষণা

২০২৪-এই আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে সকল রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে। তার থেকে বাদ যায়নি পদ্মফুল শিবিরও। ১লা ফেব্রুয়ারি সংসদে পেশ হয়েছে বাজেট, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করেছেন যেখানে তিনি ঘোষণা করেছেন পিএম কিষান যোজনা নিয়ে নয়া ঘোষণা। এতে লাভবান হতে চলেছেন কৃষকরা এমনটাই মনে করা হচ্ছে, এতদিন পর্যন্ত কৃষকরা বছরে ৬০০০ টাকা করে পেতেন, চার মাসের ব্যবধানে তিনটে কিস্তির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হয় এই টাকা। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের বার্ষিক মোট ব্যয় হয় ৭৫০০০ কোটি টাকা।

আরও পড়ুন : Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়ো খবর! বাড়বে ভাতা ও সুযোগ পাবেন পুলিশে চাকরির

এবার এই যোজনায় টাকা ডবল হতে চলেছে অর্থাৎ বছরে ১২০০০ টাকা করে বছরে পেতে চলেছেন কৃষকরা, সে ক্ষেত্রেও রয়েছে একটি বিশেষ চমক, কি সেই চমক আসুন জানবো। যে সমস্ত মহিলা কৃষকরা রয়েছেন অর্থাৎ মহিলা কৃষকদের নামে যে সমস্ত জমি রয়েছে তারাই এই সুযোগ পেতে চলেছেন। কৃষকরা ১৫তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, ১৬তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। তারই মাঝে এমন সুখবর পেয়ে সকলেই বেজায় খুশি। আশা করা যায় আগামী দিন সরকার এভাবেই কৃষকদের পাশে থাকবে।

Leave a Comment

JoinJoin