Seba Sakhi Prakalpa : মহিলাদের জন্য বড়ো পদক্ষেপ রাজ্য সরকারের, মাসিক আয় হবে ৯০০০, জানুন বিস্তারিত

Seba Sakhi Prakalpa : ফের নতুন প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের কল্যাণ সাধনের জন্য বহু প্রকল্পের সঞ্চার করেছেন। বাংলার মহিলাদের স্বনির্ভর করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাঁরই মতিস্ক প্রসূত। লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতিমাসে ৫০০ এবং ১০০০ টাকা করে পেয়ে থাকেন। তবে এবার মমতা ব্যানার্জির সরকার পশ্চিম বাংলার মহিলাদের জন্য এমনই এক সুযোগ দিয়েছে যার মাধ্যমে মহিলারা প্রতিমাসে ৯ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন। এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

Seba Sakhi Prakalpa-র বিষয়ে বিস্তারিত তথ্য

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে সেবা সখী প্রকল্প (Seba Sakhi Prakalpa) নামে নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা একটি বিশেষ কাজের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা শয্যাশায়ী হয়ে রয়েছেন তাদের সেবা যত্ন করার জন্য পশ্চিমবঙ্গের মা বোনদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। পশ্চিম বাংলার প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে ২০-৪০ জন মহিলা নিয়োগ পাবেন এই প্রশিক্ষণ নেয়ার জন্য। ট্রেনিং চলাকালীন মহিলারা পারিশ্রমিক পাবেন। এই সেবা সখী প্রকল্পের (Seba Sakhi Prakalpa) সুযোগ কেবল মহিলারাই পেতে পারবেন কোনো পুরুষ এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।

Seba Sakhi Prakalpa

নির্বাচিত মহিলাদের ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস ও বিভিন্ন রোগের চিকিৎসা এবং সেবা করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে এই প্রকল্পে মহিলারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে এখনো কিছু জানায়নি রাজ্য সরকার। তবে শীঘ্রই এই প্রকল্পের জন্য পাইলট প্রকল্প চালু করবে তৃণমূল সরকার। ইতিমধ্যে বারুইপুর, রাজারহাট, পাঁশকুড়া ও আমতা এই চারটি ব্লকে এই পাইলট প্রকল্প চলানো হবে। জানা গেছে যে শহরাঞ্চলে মহিলারা নিযুক্ত হলে প্রতিদিন ৩০০ টাকা এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন ২৫৫ টাকা করে পারিশ্রমিক পাবে। তাহলে এই সকল মহিলাদের এক মাসে রোজগার হিসাব করলে দেখা যায় ৭৬৫০ এবং ৯০০০ টাকা।

Leave a Comment

JoinJoin