Aadhaar Card : বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আই ডি সিস্টেম হলো আধার। এটি একটি বারো ডিজিটের অনন্য পরিচয় নম্বর। আধার কার্ড কোন নাগরিকত্বের প্রমাণ নয় এটি দেশের বসবাসের প্রমাণপত্র। আজ থেকে ঠিক ১৪ বছর আগে অর্থাৎ ২০০৯ সালের ২৮শে জানুয়ারি আধার নিবন্ধীকরণ শুরু হয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউ আই ডি এ আই জনগণের বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটা সংগ্রহ করে থাকেন।
ইউ আই ডি এ আই কর্তৃপক্ষ ২০২২ সালের নভেম্বর মাসে ঘোষনা করেন নয়া নিয়ম। এই নিয়মে বলা হয় ১০ বছরের পুরনো আধার কার্ডগুলির কেওয়াইসি বাধ্যতামূলক। তার জন্য সময়সীমাও বেঁধে দেন তাঁরা। ২০২৩ সালের ১৪ই জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আপডেটের ব্যবস্থাও করে দেন সরকার। কোন ব্যক্তি যদি নিজের ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে সেলফ সার্ভিস আপডেট ওয়েবসাইটে গিয়ে নিজেই আপডেট করে নিতে পারবেন কিন্তু নিজের মোবাইল নম্বর আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক নাম ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যোগাযোগ করতে হবে নিকটস্থ আধার কেন্দ্রেই।
সম্প্রতি সংশোধিত আধার (Aadhaar Card) রুলসের নয়া বিজ্ঞপ্তি জারি করেছে ইউ আই ডি এ আই। যেখানে বলা হয়েছে আধারের ডেমোগ্রাফিক তথ্য আপডেট করা এখন আরো সহজ। ইউ আই ডি এ আই কর্তৃক প্রকাশ্যে এসেছে বিভিন্ন ফর্ম যাতে ভারতবাসী এবং অনাবাসী ভারতীয়রাও তাদের আধার এনরোলমেন্ট ও আপডেট করাতে পারেন খুব সহজেই। আসুন জেনে নেওয়া যাক নয়া বিজ্ঞপ্তিতে কি কি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
Aadhaar Card : আধার কার্ড সম্পর্কে নয়া বিজ্ঞপ্তির বিস্তারিত
নয়া নিয়মে এখন সি আই ডি আর-তে তথ্য আপডেট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন দুভাবেই সম্ভব।
মোবাইল নম্বর আপডেট করতে গেলে আগের নিয়মে যেতে হতো নিকটস্থ আধার কেন্দ্রে কিন্তু এখন থেকে তা করা যাবে অনলাইনের মাধ্যমেই। কোন ব্যক্তি তাঁর আধার কার্ডে সম্পূর্ন জন্মতারিখের উল্লেখ চাইলে তার জন্য জন্ম তারিখের প্রমাণ পত্র আবশ্যিক করা হয়েছে। অন্যথায় শুধুমাত্র জন্ম সালটিরই উল্লেখ থাকবে কার্ডে।
১- নম্বর ফর্মের দ্বারা ভারতীয় কিংবা অনাবাসী ভারতীয়রা আধার (Aadhaar Card) এনরোলমেন্ট ও আপডেট দুই-ই করতে পারবেন। অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে প্রয়োজন পড়বে ভারতের প্রুফ অফ এড্রেস। বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের বেশি। ডকুমেন্ট ভেরিফিকেশন বা হেড অফ ফ্যামিলির কনফার্মেশন যেকোনো একটি পদ্ধতির দ্বারা সহজেই আধার এনরোলমেন্ট ও আপডেট করা সম্ভব। হেড অফ ফ্যামিলির কনফার্মেশনের সাহায্যে করতে চাইলে সে ক্ষেত্রে তাঁর আধার নম্বর ও ১ নম্বর ফর্মে সই প্রয়োজন।
ইউ আই ডি এ আই-এর ফ্রম ৯-এর মাধ্যমে অনায়াসেই ১৮ বছর বয়সের আধার নম্বর বাতিল করা যায়। ফর্ম ৫ পূরণ করে ৫ বছরের কম বয়সী শিশুদের আধার এনরোলমেন্ট ও আপডেট সম্ভব। তবে অনাবাসী শিশুদের ক্ষেত্রে ভারতীয় ঠিকানা না থাকলে ৬ নং ফর্মটি পূরন করা আবশ্যিক। ফর্ম ৭ পূরণ করে ১৮ বছরের বেশি বয়সের রেসিডেন্ট ফরেন ন্যাশনালদের আধার এনরোলমেন্ট অথবা আপডেট সম্ভব।বর্তমানে ইমেইল আইডি দেয়া বাধ্যতামূলক। বয়স যদি ১৮ বছরের কম হয় সে ক্ষেত্রে ফর্ম ৮ পূরণ করতে হবে। ফর্ম ২ সেই সমস্ত অনাবাসী ভারতীয়দের জন্য যাঁরা আধার আপডেট ও এনরোলমেন্ট করাতে চান অথচ ভারতীয় এডড্রেস প্রুফ নেই। সত্তর নিজের আধার (Aadhaar Card) সংশোধনের নয়া সুযোগকে হাত ছাড়া না করে সুযোগের সদ্ব্যবহার করতে শিখুন। অন্য মানুষজনকেও এই বিষয়ে সজাগ করে তুলুন প্রত্যেকেরই আধার নিবন্ধীকরণ প্রয়োজন।