Jagasree Prakalpa : জেনারেল পড়ুয়াদের জন্য বড়ো পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, এবার বিনামূল্যে পাবেন চাকরির পরীক্ষার কোচিং

Jagasree Prakalpa : তরুণ প্রজন্মকে সর্বদাই গুরুত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তরুণ প্রজন্মই হচ্ছে আগামীর ভবিষ্যৎ, তাই আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সর্বদা তারই চেষ্টা করতে থাকেন মুখ্যমন্ত্রী। গত বুধবার তিনি হাওড়া জেলার বিভিন্ন দফতরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিল্যান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে তরুণ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এই ঘোষণার গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এদিনের মঞ্চ থেকে তিনি যোগ্যশ্রী প্রকল্পের (Jagasree Prakalpa) ঘোষণা করেন। কি এই প্রকল্প? জানব বিস্তারিতভাবে।

Jagasree Prakalpa

Jagasree Prakalpa-র বিস্তারিত তথ্য

রাজ্য সরকারের তরফ থেকে সকল ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি দেওয়া হবে যোগ্যশ্রী প্রকল্পে (Jagasree Prakalpa), যাতে আর্থিক প্রতিবন্ধকতা বাধা হয়ে না দাঁড়ায় ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে। রাজ্যের তরফ থেকে তাই বিনামূল্যের ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত সেন্টারে নিখরচায় ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষার মতো প্রস্তুতি নিতে পারবেন। এছাড়াও থাকছে রেল, ব্যাংক, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির সুযোগ।

আরও পড়ুন : PM Kisan Yojana : সমস্ত অপেক্ষার অবসান, এইদিন ঢুকবে প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৬-তম কিস্তির টাকা

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সরকারি চাকরি করতে ইচ্ছুক, শুধুমাত্র আর্থিক অভাব অনটনে প্রস্তুতি নিতে পারছেন না, এই প্রকল্প তাদের জন্য অন্যতম। এ পর্যন্ত এসটি এসসিরা এই সুবিধা পেতেন কিন্তু এখন থেকে জেনারেল ছাত্রছাত্রীরাও এই সুবিধা পেতে চলেছেন। এই সমস্ত সেন্টারগুলিতে ভর্তি হতে গেলে দিতে হবে একটি প্রবেশিকা পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই যোগ্য পড়ুয়াদের বেছে নেওয়া হবে। প্রতিটি জেলায় দুটি করে সেন্টার তৈরি করা হচ্ছে, মোট ৪৬ টি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। কোর্স বৈধতা ছমাসের, প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে। ক্লাসের সময়সীমা ৪ ঘন্টা অর্থাৎ মোট ৩২০ ঘন্টা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার।

আরও পড়ুন : Mahila Samman Savings Certificate : মহিলাদের জন্য দুর্দান্ত স্কিম! স্বল্প বিনিয়োগেই পাবেন ৭.৫% হারে রিটার্ন, জানুন বিস্তারিত

খুব শীঘ্রই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী ছাত্র-ছাত্রীরা। আবেদন বাবদ কোন ফি লাগবে না। কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাতে খুশি সকল পড়ুয়ারা। এর আগেও পড়ুয়াদের কথা ভেবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন রাজ্য সরকার, যেখানে পড়ুয়ারা পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। পড়ুয়াদের হাতে দিয়েছে ট্যাব, সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল পেয়েছে পড়ুয়ারা। এমন একগুচ্ছ প্রকল্পকে ঘিরে খুশির হাওয়া পড়ুয়ামহলে।

Leave a Comment

JoinJoin