ICDS Anganwadi Sahayika Recruitment : মাধ্যমিক পাশে রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

ICDS Anganwadi Sahayika Recruitment : অঙ্গনওয়াড়ি শব্দটি কোর্টইয়ার্ড শেল্টার নামেও পরিচিত, যা ভারত সরকার প্রথম ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেছিল। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস (Integrated Child Development Service) অর্থাৎ আইসিডিএস (ICDS) হল সরকারের অধীনে আসা একটি প্রকল্প যা মূলত শিশু ও মহিলাদের কল্যাণে ফোকাস করে। এই পরিষেবাটি শিশু এবং গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন এবং সুবিধা প্রদান করে।

ICDS Anganwadi Sahayika Recruitment

যে কর্মচারী আইসিডিএস-এর অধীনে কাজ করেন তাঁকে প্রতি মাসে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে বেতন দেওয়া হয়। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিপূরক পুষ্টি, অনানুষ্ঠানিক প্রাক বিদ্যালয় শিক্ষা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং আরও অনেক কিছুর মতো সুবিধা প্রদান করে। সম্প্রতি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাতে অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী নিয়োগ (ICDS Anganwadi Sahayika Recruitment) হবে বলে জানা গিয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক এই পদে আবেদন করবার পদ্ধতি।

আরও পড়ুন : Jio : দুর্দান্ত অফার Jio-র, ৮৪ দিনের ভ্যালিডিটির সাথেই পাবেন ৬০০ টাকা ক্যাশব্যাক! জেনে নি

ICDS Anganwadi Sahayika Recruitment-এ আবেদনের পদ্ধতি

  • পদের নাম : অঙ্গনওয়াড়ি সহায়িকা,
  • শূণ্য পদ : মোট শূন্য পদ রয়েছে ১৮১ টি,
  • শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। চাকরিপ্রার্থীদের গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে যে শূন্য পদে তিনি আবেদন করবেন।
  • বয়স : আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছর পর্যন্ত যার হিসাব করা হবে ২০২৪ সালের ৩০ শে জানুয়ারি পর্যন্ত।
  • আবেদনের পদ্ধতি : অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে দিতে হবে চাকরিপ্রার্থীর বয়সের প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র। সেগুলিকে একত্রিত করে জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্লক দপ্তরের অফিসে। প্রতিটি ব্লকের জন্য রয়েছে আলাদা আলাদা আবেদন পত্র। সঠিকভাবে দেখেশুনে নিয়ে তবেই আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদনের শেষ সময়সীমা আগামী ২৩ শে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুন : Aadhaar Card Update : আধার আপডেটের নিয়মে বড়ো পরিবর্তন! ফিলাপ করতে হবে এই ফর্ম, জেনে নিন

ICDS Anganwadi Sahayika Recruitment-এর নিয়োগ পদ্ধতি

লিখিত এবং ইন্টারভিউের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং ১০ নম্বরের ইন্টারভিউ। ইতিমধ্যে লিখিত পরীক্ষার সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে। যাতে থাকছে ২০ নম্বরের সাধারণ জ্ঞান, ২০ নম্বরের ইংরেজি, ১৫ নম্বরের প্রবন্ধ রচনা, ২০ নম্বরের পাটিগণিত, পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থার জন্য বরাদ্দ রয়েছে ১৫ নম্বর। সত্ত্বর বিজ্ঞপ্তি দেখে সঠিকভাবে ফর্ম ডাউনলোড করে আজই আবেদন করুন এবং জোর কদমে প্রস্তুতি নিন চাকরির জন্য যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন।

আরও পড়ুন : Mobile Network : বাতিল হবে পুরনো সমস্ত ফোন! শীঘ্রই বন্ধ হতে চলেছে 2G ও 3G পরিষেবা? জেনে নিন বিস্তারিত ভাবে

Leave a Comment

JoinJoin