Google Pay NPCI : গ্রাহকরা পাবেন দুর্দান্ত সুবিধা, Google Pay-র সাথে নয়া চুক্তি কেন্দ্রের, জানুন বিস্তারিত

Google Pay NPCI : গুগল পে একটি মোবাইল পেমেন্ট পরিষেবা যা গুগল দ্বারা তৈরি করা হয়েছে। অনলাইন কেনাকাটা করার ক্ষেত্রে মানুষের এখন একমাত্র নির্ভরযোগ্য পেমেন্ট পরিষেবা এটি। ব্যবহারকারীর মাত্র একটি পিন বা পাস কোডের মাধ্যমে মুহূর্তে লেনদেন সম্পন্ন করে থাকে। দিনে দিনে তাই ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের সংখ্যা বেড়েই চলেছে। মোবাইল ডিভাইস কিংবা ডেক্সটপ কম্পিউটার থেকে অর্থ পাঠাতে এবং গ্রহণ করার অনুমতি দেয় এই অ্যাপ।

Google Pay NPCI

ধীরে ধীরে ভারত হয়ে উঠছে ডিজিটাল ইন্ডিয়া। মোদিজীর স্বপ্নের ভারত। তবে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনকে মানুষের কাছে সহজ করে তুলেছে যে অ্যাপগুলি সেগুলি হল পেটিএম ফোন পে গুগল পে ইত্যাদি। সর্বাধিক জনপ্রিয় ইউপিআই অ্যাপ হল গুগল পে। এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও সবচেয়ে বেশি। গুগল পে ব্যবহারকারীদের জন্য এবার থাকছে দুর্দান্ত সুবিধা। সম্প্রতি এন পি সিআইয়ের সঙ্গে চুক্তি সারলো গুগল পে। এই চুক্তির ফলে গুগল পে ব্যবহারকারীরা পাবেন বিশেষ কিছু সুবিধা আসুন দেখে নেওয়া যাক সেই সুবিধা গুলি কি কি :

Google Pay NPCI : Google Pay ও NPCI এর চুক্তির সুবিধা

এন পি সি আইয়ের সঙ্গে চুক্তিতে টাকা লেনদেন করা আরো সহজ, নিরাপদ এবং সুবিধাজনক হয়ে উঠবে। গুগল পের মাধ্যমে এখন বিদেশে টাকা পাঠানোও সম্ভব। বিদেশ সফরে গেলেও সেখানে ভরসা করতে হবে না কোন বৈদেশিক মুদ্রা ক্রেডিট বা বৈদেশিক মুদ্রার কার্ডের ওপর। সরাসরি গুগল পে থেকেই লেনদেন করা সম্ভব। এন পি সি আইয়ের সাথে এই চুক্তিতে বিদেশে ইউপিআইয়ের ব্যবহার বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ইউপিআইয়ের ক্ষেত্রে ভারত যে দক্ষতা ও জ্ঞান অর্জন করেছে তা বিদেশেও প্রসারিত হবে বলে মনে করছেন অনেকেই।

ভারতীয় গুগল পে ব্যবহারকারী অন্য দেশে গেলেও গুগল পের মাধ্যমে সেই দেশের মুদ্রায় টাকা দিতে পারবেন। একটি মাত্র অ্যাপ যা সব সুবিধা দেবে মানুষকে এবং তাঁর মোবাইলের মাধ্যমেই মুশকিল আসান ঘটবে, এর থেকে ভালো কিছু হতে পারে না ভারতের জন্য। আগামী দিনে এই ইউপিআই লেনদেনকে আরো নিরাপদ করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার এন পি সি আই ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিনজনে মিলে একত্রে লেনদেনের বিষয়কে নিয়ে বহুবার আলোচনায় বসেছেন। আশা করা যায় খুব শীঘ্রই নিরাপদ হয়ে উঠবে ইউপিআই লেনদেন। যাঁরা নিয়মিত বিদেশ সফরে যান এবং ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক খবর।

Leave a Comment

JoinJoin