Republic Day 2024: এই দিনটিকে ঘিরে রয়েছে অনেক অজানা কাহিনী! ৭৫তম প্রজাতন্ত্র দিবস নিয়ে জানুন কিছুটা অজানা কথা

Republic Day 2024: ২৬ শে জানুয়ারি মানেই রাজধানীর রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ,কুচকাওয়াজ। শুধু রাজধানী দিল্লিতে নয়, দিল্লির পাশাপাশি কলকাতার রেড রোডেও সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই বিশেষ দিনটি। ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী পালন করার পরপরই সারা ভারতবাসীর মনে দেশাত্মবোধ আবেগ জাগ্রত হয় আজকের এই দিনটিতে। এই দিনটিকে ঘিরে রয়েছে অনেক অজানা কাহিনী যার কিছুটা জানা আবার কিছুটা অজানা। আসুন জানি এই দিনটির গুরুত্ব কতটা।

কিছুটা অজানা কথা এই Republic Day নিয়ে

২৬ শে জানুয়ারি দিনটির গুরুত্ব অত্যন্ত গভীর। জাতির জনক মহাত্মা গান্ধী এই দিনটিকে স্বতন্ত্রতা সংকল্প দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। পন্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজ আনার শপথ গ্রহণ করা হয়েছিল।প্রথমে ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবেই ঘোষণা করা হয়। পরবর্তীকালে স্বাধীনতা দিবস থেকে দিনটি রূপায়িত হয় প্রজাতন্ত্র দিবস হিসেবে।

আরও পড়ুন – মধ্যবিত্তের মুখে ফুটলো হাঁসি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেনে নিন

২০০ বছরের পরাধীনতা কাটিয়ে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন এই দিনটিকে স্বাধীনতা দিবসের মর্যাদা দেওয়া হয়। স্বাধীনতা পাবার প্রায় আড়াই বছর পর দেশের সংবিধান তৈরি হয়েছিল কারণ স্বাধীন ভারতকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য প্রয়োজন হয়েছিল সংবিধানের। গঠিত হয়েছিল সংবিধান সভা যে সংবিধান সভার নেতৃত্বে ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, ডঃ বি আর আম্বেদকর, সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রমুখ ব্যক্তি বর্গরা।

১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি এই দিনটিতে দেশের সংবিধানকে কার্যকর করা হয়েছিল সেই সূত্র ধরেই আজও ২৬ শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবেই পালিত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরই রাজধানীতে বিশেষ অতিথির সমাগম ঘটে। দেশের সকল প্রান্ত সেজে ওঠে। চারিদিকেই যেন দেশাত্মবোধের আবেগ চোখে পড়ে।

আরও পড়ুন – প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় নতুন রায় সুপ্রিম কোর্টের, জমা দিতে হবে নিয়োগের হলফনামা, জানুন বিস্তারিত

এবছর অর্থাৎ ২০২৪ সালের ২৬ শে জানুয়ারি শুক্রবার পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day 2024)। এবছর প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের মনোমুগ্ধকর পারফরম্যান্স দেবেন ১০০ জন মহিলা শিল্পী এছাড়াও থাকছে বিভিন্ন ভারতীয় যন্ত্র প্রদর্শন। প্রত্যেক বছরের মত এ বছরও প্রজাতন্ত্র দিবসে প্যারেড হবে যার থিম বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাত্রুকা। এরই পাশাপাশি রাষ্ট্রপতি উত্তোলন করবেন জাতীয় পতাকা। এক কথায় বলতে গেলে প্রজাতন্ত্র দিবস স্বাধীন ভারতের চেতনাকে স্মরণ করে।

Leave a Comment

JoinJoin