Mobile Network : বাতিল হবে পুরনো সমস্ত ফোন! শীঘ্রই বন্ধ হতে চলেছে 2G ও 3G পরিষেবা? জেনে নিন বিস্তারিত ভাবে

Mobile Network : মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া সম্প্রতি সারা ভারতে 2G এবং 3G নেটওয়ার্ক (Mobile Network) পরিষেবা চিরকালের মতো বন্ধ করার জন্য আবেদন জানিয়েছে। জানা যাচ্ছে এই মর্মে ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন-ও জানিয়েছে জিও এবং ভোডাফোন আইডিয়া। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI-এর পক্ষ থেকে 5G নেটওয়ার্কের সুবিধা কথা জানিয়ে ‘5G ইকোসিস্টেমের মাধ্যমে ডিজিটাল রূপান্তর’ বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই জিও এবং ভোডাফোন আইডিয়া সারা দেশে 2G এবং 3G নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করার পরামর্শ দিয়েছে। এই রিপোর্টের প্রতিক্রিয়ায় জিও সারা দেশে 2G এবং 3G নেটওয়ার্ক বন্ধ করার পরামর্শও দিয়েছে। এক্ষেত্রে টেলিকম অপারেটরগুলির উদ্দেশ্য হল ঘাড়ে চেপে থাকা অপ্রয়োজনীয় নেটওয়ার্ক খরচ কমানো এবং দেশবাসীকে লেটেস্ট 4G কিংবা 5G নেটওয়ার্কে স্থানান্তরিত করানো।

Mobile Network

2G ও 3G Mobile Network নিয়ে Relience Jio-র বক্তব্য কি?

মুকেশ আম্বানির সংস্থা মনে করে এখন পুরনো নেটওয়ার্ক ব্যবহারকারীদের পর্যায়ক্রমে 4G কিংবা 5G নেটওয়ার্কের (Mobile Network) মতো নতুন নেটওয়ার্কে স্থানান্তরিত করা উচিত। তবে 2G এবং 3G পরিষেবা বন্ধ করে 4G কিংবা 5G পরিষেবাতেতে স্থানান্তরিত করা এত সহজ নয়। আর এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো 4G কিংবা 5G সমর্থন সহ ফোন এবং এই ডিভাইসগুলির দাম। 2G এবং 3G পরিষেবা বন্ধ করা হলে বিশেষত গ্রামীন এলাকার লক্ষ লক্ষ দেশবাসী সমস্যার মধ্যে পড়বেন। কারণ এখনও এমন অনেকেই রয়েছেন যারা ফিচার ফোন ব্যবহার করেন না। যদিও দাবি করা হচ্ছে এই সমস্যা ক্ষণস্থায়ী। তবে জিও প্রস্তাবিত এই পদক্ষেপ দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ও ফেলতে পারে দেশের অগ্রগতিতে। একই সাথে এই পদক্ষেপ ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দুর্দান্ত ইন্টারনেট সংযোগের সাহায্যে ডিজিটালাইজেশন বাড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন : PM Suryodaya Yojana : রাতারাতি মিটবে বিদ্যুতের ঘাটতি! গরিব-মধ্যবিত্তের জন্য বড়ো পদক্ষেপ প্রধানমন্ত্রীর, জেনে নিন

তবে মজার বিষয় হল, Reliance Jio এদেশে 2G পরিষেবা দেয় না। সংস্থাটি ২০১৬ সাল থেকে 4G এবং এখন 5G পরিষেবা দিচ্ছে। তবে যেহেতু Jio বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় টেলিকম নেটওয়ার্ক (Mobile Network) সংস্থা তাই TRAI বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে পারে। এখানে বলে রাখি, জিও এবং ভোডাফোন আইডিয়া উভয় সংস্থা ভারতে 2G এবং 3G পরিষেবা বন্ধ করতে আগ্রহী হলেও, এয়ারটেল এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। দেশবাসী যদি 2G কিংবা 3G থেকে 4G নেটওয়ার্কে আপগ্রেড হন তাহলে টেলিকম সংস্থাগুলির ‘অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার’ বৃদ্ধি পাবে। পাশাপাশি ডেটা ব্যবহারের হার উর্দ্ধমুখী হবে এবং উচ্চ ডেটা লিমিট যুক্ত রিচার্জ প্ল্যানের চাহিদা বাড়বে। তাই সব মিলিয়ে সংস্থাগুলির সামগ্রিক আয়ের ওপর বিরাটভাবে প্রভাব ফেলবে।

আরও পড়ুন : Ration Card : বদলাতে চলেছে রেশন কার্ডে খাদ্যসামগ্রী তোলার নিয়ম, না মানলে হতে পারে বড়ো বিপদ!

Leave a Comment

JoinJoin